মেঘ ওড়ে স্তদ্ধতা ঘিরে
সমুদ্র সৈকত যেন বালিক্ষেত
আঁধার দিয়ে বোনা
কালো বালির দানা
শূন্যতা পাতা আছে,
শূন্যতার বীজ রোপন করে
নির্জনতার ফসল তোলা
হেঁটে হেঁটে চলে যাওয়া বহুদূরে।


কখন যেন এসে দাঁড়াই
রোগা গাছটার সামনে
ঝরে পড়েছে শৈশব অতীত,
পা টিপে টিপে এসে
চাঁদ বলে দিয়ে গেল......
যে গেছে সে চলে যাক
নিজেকে আপন করো।।