হেঁশেলের অসচ্ছল বৃত্তান্ত
      শে খ র  ঘো ষ


লাল মাটি , শাল গাছ. টিলা
আর
এবড়ো খেবড়ো স্তূপ
ভোট এসেছে
যত পারো খাও
বিনে পয়সায়
ঘরে ঘরে রন্ধনের সুবাস।


দুপুরবেলায় বউয়ের ভাতঘুম
কৃষ্ণের চোখে
রাধার ছোঁয়া লেগে আছে
অনন্ত নিঝুম.... ।


ভাত দে....
ভীষন ক্ষিদে পেয়েছে
মায়ের উদাস চোখে
নিরন্তর চাউনি
বাপ আনতে গেছে
পিঁপড়ের ডিম
শূন্য থালায় শিশুর
কান্নার জল পড়ে.
অসচ্ছল হেঁসেলের
মালকিন ভাবে...
ভোট বারে বারে
আসে না কেন?