দোল এসে গেছে
      শে খ র  ঘোষ


গোপনে ঝরনার জলে
অবগাহণ করে এসেছি
                তোমার গৃহে
পোশাক ভিজেছে—ভেজেনি মন
চোখের ভাষা বুঝিনি
নিরীহ মেঘে, বেদনা আছে
                    পরিতাপ নেই
দোল এসে গেছে ৷


মধ্যরাতে পূর্ণিমার চাঁদ
খোলা জানালায় উকি দেয়
                          শান্তচোখে চাঁদ,
ক্লান্তি আছে, শূন্যতা নেই
দোল এসে গেছে ৷


জ্বলে ওঠে এলিডি
নির্জন রাত্রির নীল আলো
বাতাসে রঙের খেলা
                        মধুর দিনলিপি,
দোল এসে গেছে ৷