মেঘপিয়াসা জলের ভেতর এসে
তোমার মুখ দেখে বুঝি
সহজপাঠের ভাষা মিশেছে শরীরে
আর কিছু কথা, কিছু আনন্দ


ঝরনার জলের ভেতর রোদ লেগে
রামধনুর কিছু রং হারিয়েছে


যে পথ ছলনার মতো
যে পথ চন্চ্ল হয়ে
হরিণীর মতো নিখোঁজ হয়েছে
তাকে খুঁজে এনে ফেরাব কার কাছে


আজও হেঁটে চলি ক্লান্ত পায়ে
এইভেবে, যদি ফিরিয়ে আনতে পারি
রামধনুর হারিয়ে যাওয়া সব রং ৷