রথের দড়ি টান দিতে যাব আজ সন্ধ্যার সময়
পায়ে পায়ে চলা এক স্নিগ্ধ পথ
দূরে আলোর মালা, শহরের ব্যস্ততা আর চাপা কোলাহল


কখন যেন, নিঃশব্দে আকাশের উঠোনে মেঘের আগমন
যেন নিঃশর্তে আকাশের পরাজয়


বৃষ্টি এলো, আর সেই জলের কুহক
ঢেকে দিল স্নিগ্ধ পথ, ঢেকে দিল চরাচর
আকুল দুর্যোগে ভেসে গেল সব
সন্ধ্যার আলো ক্ষীণায়ু রোগীর মতো জেগে আছে


মৌমিতা এসে দাঁড়াবে জগন্নাথের দড়ি টানতে


ভীত চোখে জেগে আছে ভয়।