দেবদারু গাছের নীচে এখনও খুঁজি
হারিয়ে যাওয়া শৈশবের খেলার দিন
একটি হলুদ শাড়ি আর নির্জন পাতা ঝরা


একবার যদি করাতের শব্দ শুনতে পাই
চলে যাব লম্বা পা ফেলে
গাছ আঁকড়ে আছি যে
চলে যাবার সময় পিঠে বেঁধে নেব দেবদারু


বেদনা হাওয়ার ঠোঁটে স্পর্শ করি দীর্ঘশ্বাস


বেলাশেষে মেঘ এসে ভেজায় পাখিদের
একটি ভেজা পাখি ডেকে ওঠে
মন কেমন করা সুরে


একদিন খুঁজে পাব না দেবদারু গাছ
কোনও চিহ্ন থাকবে না
নিঃশেষ হবে গাছ


তখন শূন্যতার মধ্যে বসে থাকব ৷