ভালবাসা শুয়ে ছিল একরাশ অভিমান নিয়ে মাটির গোপনে
সেখানে দাঁড়ালে বাউল ভোরে কোনও নারী
আর ফুল তোলে না
সমস্ত হৃদয় খুঁড়ে ঘর আর বাড়ি
নিয়মের ধরাবাঁধায় এখন অট্টালিকার সারি
ভোরও আর যায় না পড়শির খোঁজ নিতে
বুঝতে পারে না আমার বুকের ওঠাপড়া


কত রঙিন আলো মেখে একদা মেয়েটি
পূর্বরাগ জানাত এই বাগানের নরম ছায়ায়
এখান থেকেই সমস্ত ভালবাসা
পাথর হয়ে চলে গেছে অট্টালিকার ভেতর


এভাবেই চলছে,.... চলুক


এমনই চলার কথা ছিল?