মুখ গুঁজে অবহেলায় পড়ে থাকে
অবর্ণ শুকনো পাতায় রাশি রাশি অশরীরী ধুলিকনা
তার নিঃশব্দে শুয়ে থাকা....
ভোরবেলায় শিশির পড়ে মাটির উপর


শৈশব রোদের মৃদু আলিঙ্গনে
শায়িত ধুলিকনা গুলি চিক চিক করে ওঠে
যেন নীরব ভাষার নির্মল আনন্দের ধারা


পাতার আর ধুলিকনার মিল আছে


আমার আর তোমার মিল নেই ৷