আজ আমার হৃদয় খনন করে নেমে আসে পর্যটনী বিকেল
আমি ছুঁয়েছি নীরবে বেলাশেষের অরণ্যকে
বহুদিন একা দাঁড়িয়ে ছিল অরণ্য
গোত্রহীন বৃক্ষ সব আর তাদের অবুঝ ভাষা ছুঁয়েছে মন ব্যাকুলভাবে


মহানগরীর প্রান্তদেশে বনপথ চুপচাপ ছায়ায় মেশে
গোপনে মিশে যেতে যেতে
বুকের ভেতর কেমন যেন শব্দ খুঁজি
নিশ্চিত টের পাই বৃক্ষদের কম্পন


কত গাছ কাটা, তামাটে বর্ণের পাতাদের
এলোমেলো পড়ে থাকা
গাছেদের বিষাদের গান
ধূসর হাওয়ায় ভেসে বেড়ানো


আমি টের পাই অশ্বখুরের গভীর যন্ত্রণা


যন্ত্রণার পার ভাঙ্গা ইমারত
বার বার মুখোশের আড়ালে ঢাকা পড়ে।