শারদ সন্ধ্যায় তোমাকে চাই


শে খ র  ঘো ষ


আমার একলা আকাশ
তারাদের সাথে কত কথা বলে
বেলাশেষে একমনে আকাশ ছবি আঁকে
শুধু বিষাদের সুর পড়ে গলে


শারদ সন্ধ্যায় শহরের সাজ বদলায়
বিষ্ময়ে দেখি জোনাকির মতো তারাদের মুগ্ধতা
শ্যম্পু দেওয়া চুল হাওয়ায় ওড়ে
শারদ রাতের পূজোয় তোমার ব্যস্ততা


আমার মনের ভেতর ব্যর্থতা
সারা রাতের উষ্ণতা আর
না পাওয়ার অসীম শূন্যতা


শারদের এই আমার অপূর্ণ বেলায়
হেরে যাব কেন ক্ষোভ আর হতাশায়
হাতছানি দেয় নাগরিক নকশিকাঁথায়


শারদপ্রাতে স্বপ্ন ভাঙে গুমোট জমা বিপন্নতায়
তবুও তুমি স্বপ্নের সদাগর
শারদের দিনগুলোতে অস্থির হাঁটাহাঁটি আশা আর নিরাশায়


শারদ সন্ধ্যায় তোমাকে চাই৷