ঝিম ধরা কাজ হীন সন্ধ্যা বেলায়
শব্দ রা অকপটে চলে যায়
বাকি শব্দ রা ঠোঁটে ছুঁয়ে থাকে স্থির হয়ে


চুপ করে বসে থাকি ঝুম বেলায়
ভালবাসা ভাঙতে ভাঙতে একদিন
ছুঁয়ে থাকত মুগ্ধ ঠোঁটে
হৃদয় মূলে রেখে দিত রঙিন বিজ্ঞাপন


বদল হতে হতেই নতুন হয় পুরনো
তখন শুরু হয় ইতিহাস আর
স্মৃতির যৌথ জীবন


তোমার আনন্দে আর বিষাদে
আমি ছিলাম, এখনও থাকব
না বলা শব্দ একদিন
ফিরে যাবে ,,,,,,,,,,,,,,,,,,,।