সুড়ঙ্গের শব্দের মতো,বুকের ভেতর বেজে ওঠে
অতীত হারিয়ে যাওয়ার হাহাকার
সময় হারিয়ে যাওয়ার বেদনা


এখন হিংসা ডানা মেলে হাওয়ায় উড়ে যায়


সূর্য যখন বাড়ি ফেরে তখন আমাদের শিশু মেলা শেষ হতো
অল্প অল্প আলোয় গায়ে লেগে থাকত ভালোবাসা


হিংসা হাওয়ায় হাওয়ায় মিশে যাচ্ছে


এক পুরুষ থেকে অন্য পুরুষ
এক নারী থেকে অন্য নারী
আর শিশুরা মোবাইল নিয়ে ব্যস্ত


কিন্তু জানেনা, এক টুকরো কর্পূর  শিশুদের মনে ঢুকে যাচ্ছে
কখন চুপিসারে হিংসার দেশলাইয়ে জ্বলে উঠবে দাও দাও করে


এখনো শিশুমেলা হয়?
শিশুরা গায়ে মাখে নিভন্ত বেলায় ভালোবাসা


সান্ধ্য পাখিটি উড়ে গেল
হয়তো, দূরে ডালে বসে মজা দেখবে।