যতবার স্মৃতি খুঁড়ি বারবার মনে পড়ে
মনে পড়ে তোমার মুখ
ঠিক যেন অজন্তার কারুকার্য


সুবর্ণরেখা নদীর বুকে
অলস সন্ধ্যা নামে
ছেঁড়া সংসার কোনারকের নারীর ভাষা
আজন্ম খোলা দেহ


কত স্নেহ ভালবাসা ভাললাগা
নিরন্তর আশ্রয় ঘেরা
আজ সব যেন এলোমেলো


শীতল বাতাস উড়ে যায়


হাজার শালিক দিনের শেষে
ভিড় করে রাজপ্রাসাদের কার্ণিশে
কত কথা তারপর বাড়ি ফেরা


আমার স্মৃতি জুড়ে একই মুখ
অজন্তার কারুকার্য।