শুধু শূন্যতা নিয়ে স্হবিরের মতো বেঁচে থাকা
অপার ক্ষমার কাছাকাছি আসতে আসতে
ইচ্ছেগুলো ভীষণ বর্ণশূন্য হয়
মনের ভেতর ভাবনাগুলো জমে
বেঁচে থাকাই এখন অন্তহীন দায়


কতবার ডেকে ফিরেছি
তবুও এলো না সে ফিরে


প্রতিটি পূর্ণিমার রাতে বসে থাকি
আলোর মুগ্ধ টেনে আমাকে বলে
নরম আলোর জলে ভিজে স্বপ্ন দেখ


এভাবেই শূন্য আর শূন্য জমিয়ে
বেঁচে থাকা যায় ৷৷