দমবন্ধ পরিবেশ খিস্তিখেউড় আর দলে দলে উচ্ছেদ
একে রাজনৈতিক সংগ্রাম বলবো না প্রতিহিংসা
আমি যখন এই কবিতাটি লিখছি
তখন দলে দলে লোক কোচবিহার ছেড়ে আসামে পালাচ্ছে
প্রশাসন নীরব সে ইতর না খচ্চর


দুয়ারের সরকার আছে তো?


একটি সিংহের মুখের ভেতর বসে আছি
কি অন্ধকার দমবন্ধ হয়ে আসে


আমি যখন এই কবিতাটি লিখছি
মাতব্বর বুদ্ধিজীবীদের দেখা পাচ্ছি না
তলে তলে এরা সন্ধি করে নিয়েছেন


আমি খুব অসহায়
সিংহের মুখের ভেতর বসে আছি
এখানে ভীষণ অন্ধকার।