আকাশের অনেক নিচে দাঁড়িয়ে আছি
কোলাহল দূরত্ব রেখে একা আমি একটি স্টেশনে
চারপাশ শূন্যতার ছোঁয়া কিন্তু ভীষণ প্রাণবন্ত
দুটি ইস্পাতের সমান্তরাল রেখা
বিলীয়মান নিসর্গের নিয়ম মেনে
মিলিয়ে গেছে দূরে—আরো দূরে
সেই প্রাণবিন্দুতে অচিরেই দেখা মিলবে
প্রতিক্ষার ট্রেন......৷


সময় বদলে যায় বিশ্বায়নে
রেল স্টেশনের এপাশে প্রাচীন প্রতীক্ষালয়
আর ও পাশে আধুনিক স্হাপত্য
এ পাশে কাঠের সনাতন বেঞ্চ
ও পাশে আধুনিক বাতিস্তম্ভে প্রগতির হাতছানি ৷


লাইনের ভেতর থেকে উঠে আসে আলো
জোনাকির মতো উড়ে যায় আকাশে
মনের ভেতর জেগে থাকে স্টেশন ৷৷