বাঁচতে হবে, মৃত হলে চলবে না, আমার যে পথ
তার চলার শুরু, ঠিক এর অন্য পাশে মৃত্যু
নতুন ভোরে চওড়া হয় আকাশ
রাতের গভীর অন্ধকার থেকে,


হিংসার আঘাত এনো না, অতি ক্ষুদ্র ক্ষণস্থায়ী
মানবসত্তা হলো সুন্দর একটি ঘর
মুক্ত হও বেড়িয়ে পড়ো অসীমে,


ঘণমেঘে ঢাকা আছে সন্ত্রাস, আক্রোশ
সরে পড়ো অন্য পাশে, স্থিরভাবে
তোমার অতীত জীবন যা ছিল
আজ শুধু নীরবতা, নতুন ভালবাসা, নতুন ঘর,


হাসি মুখে এগিয়ে যাও
মনোরম একটি সকালের জন্য
আমন্ত্রন জানাও ঘরের ভেতর,


সুন্দর নির্বাক একাদশীর চাঁদ
তোমার ঘরের জানালায় মিষ্টি আলো রেখেছে ৷