সে চলে গেল ঢেউয়ের মতোন
নিজের মতো করে
নেই কিছু নেই শুধু
পাখিগুলো আকাশে ওড়ে
ধূসর ছাই পাখনায় মেশে


ছুটে আসা হাওয়ার আলিঙ্গনে
শুকনো পাতার ঝরে যাওয়া
খোলা মেঝের বুকে ছড়িয়ে পড়ে
অপার কান্নার শব্দ সুর


কাঠ জ্বলে ৷ হাওয়ায় মেশে আগুন
সোনামায়া সংসার ফেলে
সে চলে যায় শূন্যতার সংসারে ৷৷