কোকিল ডাকে আপন সুরে
গাছের ডালে বসে,  
মিস্টি মধুর কন্ঠে তাহার
বসন্তের রুপে হাসে।


বউটুবানি ফুলের চারা
রোদে মাখাঁ সাজ,
পুকুর পানে দুলছে হেলে
ঝুমুর ঝুমুর নাচ।


পাখির ছানা উড়ে তারা
বসে গাছের ডালে,
খুকুমণি গেয়ে উঠে
তাদের সুরের তালে।