প্রকৃতিরি মেয়ে তারা,
পড়ছে ঝুমুর পায়,
চাঁদের আলো ঝরে পড়ে
তাদের সারা গায়।


সবুজ মাঠে মিশে তারা
করছে রঙের মেলা,
রঙ ধনু সাত রঙের সাথে
করবে নানান খেলা।


প্রকৃতিরি মেয়ে তারা,
চলে হেলে দুলে,
সবুজ শ্যামল ঘাসের কাধেঁ
বেধেঁ রাখে চুলে।


গাছের ডালে কিছির মিছির
পাখির ঠোটে বাজে,
তাই দেখে, প্রকৃতি আজ
নানান রঙে সাজে।


প্রকৃতিরি মেয়ে তারা,
উশার আলোয় ফোটে,
রোদের কণা পায়ে দিয়ে
মুছে ঘাসের ঠোটে।


ভোরের আলোয় ছড়িয়ে পড়ে
তাদের সারা গায়,
শিশির পোনা পালিয়ে বেড়ায়
রঙিন ফুলের পায়।


প্রকৃতিরি মেয়ে তারা,
শ্রাবণ এলেই ফোটে,
ভোমরেরী তাড়া খেয়ে
এদিক ওদিক ছোটে।


জোসনা রাতে ঘুরে পিরে
ঝিঝি পোকার মত,
তাই দেখে আজ জোনাক পোকা
রাগ করছে শত।


চারিদিকে সুভাষ ছড়ায়
ছড়ায় রুপের বাহার,
নিজ গুনে চায় হতে মানি
ক্ষতি কি তাতে কাহার।
০২ ই মার্চ ২০১৭