পিছন ফিরে তাকাতে চাইনা আমি ,
তারপরও তোমার আসার অপেক্ষায় তাকাতে হয় !


মনের ভিতর তোমার অনুপস্থিতিটা অনেক কাদাঁয় ,
ভালবাসার যে অনুভুতি সেটা মৃত্রিকা মায়ার মত অনুভব হয়।


প্রজাতির রঙ্গে মনটা সাজানোর চেষ্টা করি,  
কিন্তু জানো কেনো জানি কোনো এক অদৃশ্যের ছোঁয়া আমাকে প্রতিহত করে,  প্রতিহিংসা করে।  


অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি সেই প্রজাপতির রঙ্গে,  সাজানো সুন্দরম স্বর্গে,


আমি যেন তখন নিঃসঙ্গ হয়ে পড়ি,  
অনুভূতি টাকে জাগ্রত করার চেষ্টাও করিনা।


করবই বা কেন আমিতো আর তেমন কেউ নই,
যাকে ভালবাসা যায় যাকে বুঝা যায়।
তোমার চলনা,
তোমার মুখনিঃসৃত শব্দ আমাকে ভাবায়
আমাকে অবাক করে।


মাঝে মাঝে তোমার নিঃসঙ্গতা আমাকে কাঁদায়,  আমাকে উন্মাদ করে,
তখন নিজেকে চিনতেই আমার কষ্ট হয়!


কে আমি?
কি আমার পরিচয়?
আমি অসহায় আমি প্রেমহীন মানুষ,
নাকি প্রেমদহনে আমার মন ও শরীর টা পুরে ছাই হয়ে প্রেমদাস হইলাম।


জানি তুমি সুখেই আছো ...ভালো থাকো