আজ বসন্তের হাওয়া বইছে বনে
দুলছে হাওয়া কাশবনে,
ভোরের হাওয়ায় বসন্তের খেলা
পাখির কোলাহলে বইছে রঙের মেলা।


কোকিলের সুরে কুহু কুহু ডাক
মন সেজেছে বসন্তের সাজ,
আজি বসন্ত বাজে ভোমরার গুনজরনে
ফুলের সুরামন্ডে সুরমন্ডিত গগনে।


আজি বসন্ত বাজে শিশির ভেজা ঘাসে
উষ্ণ পায়ে ঝিলমিলিয়ে হাসে,
আজি বসন্ত বাজে দক্ষিণা হাওয়ায়
শিহরণ জাগ্রত মনে গা-জোয়ারায়।


আজি ফাল্গুনের টানে এসেছে ঋতুরাজ
দিচ্ছে দোলা গাইছে পাখি শুভ বসন্তরাজ।  
  


/- ৩ ই ফাল্গুন