সারাক্ষণ হানা-হানি, পেতে হবে জয়,
কখনো কি জেনেছি, নিজ পরিচয়?


ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কেন’আন
কে ছিল পূর্বসূরী, ইয়াজিদ না হামান?


জীবনভর অর্জিত, পাহাড়সম ধন -
মহাযাত্রায় নিয়েছে, কোন মহাজন?


কোথা আজ মহাবীর আলেকজান্ডার –
কোথায় রয়েছে তার, উদ্ধত তলোয়ার?


জীবনের সন্ধানে, কত অবদান !
মৃত্যূর স্থান-কাল, জানে বিজ্ঞান?


যদি হয় এ জীবন, মহৎ কর্মময়
তবেই পূর্ণতা পাবে, মানব পরিচয়।