       একুশ আমার অহংকার      
       এ ম জি শা হ আ ল ম পি ন্টু  
----======================----


একুশ মানে বাঙ্গালীর, অধিকার আদায়-সংগ্রাম
সালাম, রফিক, জব্বার ! একুশেরই অপর নাম।


একুশ মানে নতুন জন্ম, স্বাধীনতার প্রথম ধারা
একুশ মানে মায়ের ভাষায়, কথা বলতে পারা।


একুশ মানে এগিয়ে চলা কঠিণ প্রতিজ্ঞায় -
একুশ মানে জীবন গড়া, অবাধ মুক্ত চিন্তায়।


একুশ বাঙ্গালীর দৃপ্ত চেতনা, শিখা অনির্বাণ
একুশ মানে দেশের তরে, বিলিয়ে দেওয়া প্রাণ।


একুশ জাতির রক্তে জাগা, প্রথম উন্মাদনা
স্বাধীন পতাকা অর্জনে একুশ, বিজয় চেতনা।


কোন সে জাতি রক্ত দিয়েছে, এমন বারংবার?
সারাবিশ্বে গর্ব একুশ, বাঙ্গালীর অহংকার!!