রুখে দিলাম আজ আমার আমিকে -
মেনে নিলাম, হার না মানা হার,
জল্লাদের উল্লাস মঞ্চে -
বলো, মৃত্যূ বিনে কিসের প্রতীক্ষা আবার?


চোখে বেঁধে নিলাম কালোপট্টি -
সেঁটে দিলাম মুখে সিলগালা,
কানকে বলি বধির হয়ে যাও -
অত্যাচারীর আজ আধিপত্যের পালা।


ছেড়েছি সেই কবে, বেয়নেট-টোটেম
আজ নাহয় আবার, ছাড়বো কলম -
দ্রোহের কবিতা, আর সেই বজ্র-ভাষন
ভাসিয়ে নিক, কোন এক দামাল পবন।


ভ্রষ্টাচারের উদ্ধত বজ্র হুংকারে -
নির্যাতিত মানবতা আজ, ভূতলে লুটায়
মিথ্যের জয়গান চারিদিকে, সত্য নির্বাসিত
শোষকের তরবারির আলোকছটায়।


দেখিনা স্বপ্ন আর সত্য বিজয়ের -
লাভ কি মিছে ধুঁকে ধুঁকে?
রুখে দিলাম আজ, আমার আমিকে -
মেনে নিলাম হার, অবনত মস্তকে।।