একদিন থেমে যাবে সব লেনদেন,
চেনা পৃথিবীটা হবে অচেনা,
আপনার আপন, মায়ার বাঁধন, হবে ছিন্ন
এ দেহ খুঁজে পাবে, আসল ঠিকানা।


সঙ্গীবিহীন সে নিবাস, ভীষণ কৃষ্ণকায় –
সাপ, বিচ্ছু নানা জীবের আবাসও সেথায়।
একদিন এই নধর দেহ, তাদের খাবার হবে –
সব হারিয়ে শুধু কেবল কঙ্কাল খানা রবে।


কালের স্রোতে তাও একদিন, হয়ে যাবে লীন -
রয়ে যাবে অপরাধ আর পাহাড়সম ঋন।
কি জানি কেমন হবে, কি পরিনাম?
হায়! মানুষ না হয়ে যদি মাটি হতাম।