ওয়াটার টিউব বয়লারে প্রবেশের পর
প্রতি বর্গ-সেন্টিমিটারে ১০ কিলোপাউন্ড চাপে
পানির মতো, আমার ভালবাসাও
জলীয় বাষ্প হয়ে শুন্যে মিলিয়ে যায়।


সিক্সটি বার ফাইবার ব্রেকিং চাপে—
রিং স্পিন্ডালের পঁচিশ হাজার আরপিএম ঘুর্ণণ গতিতে—
আমার ভালবাসার তন্তুগুলো—
কখনো কখনো জট পাকিয়ে যায়।


কুলিং, স্মুদারিং, স্টারভেশন—
কন্ডাকশান, কনভেকশান, রেডিয়েশান—
কিংবা এক্রেলিক, কটন ডায়িং কেমিক্যাল রিয়েকশানে—
আমার ভালবাসার সুত্রগুলো ডাইল্যূট হয়ে যায়।


তাও অব্যাহত থাকে প্রচেষ্টা—
হাতে হাত রেখে, আমার দেখা স্বপ্নগুলো—
চোখে চোখ রেখে না বলতে পারা কথাগুলো—
তোমার সাথে শেয়ার করার।


কঠিন গদ্যময় জীবনের পান্ডুলিপি—
তোমার ভালবাসা আর—
রঙ-তুলির আঁচড়-আল্পনায়—
তুলে ধরতে আমার কবিতায় ।