নির্জীব মনটা, ধূ-ধূ, রুক্ষ
বেড়ে ওঠে অনুভূতি সুক্ষাতিসুক্ষ,
ডালপালা গজিয়ে ভরে যায় বুকটা
মোহনীয়-অপ্সরা প্রেমময় মুখটা ।।


স্বপ্নের হরিণীটা অধরাই রয়ে যায়
ইচ্ছের পাঁপড়ি’রা অভিলাষী হয়ে যায়,
সাতরঙ সাজানো রঙধনু বরষা
মনটা হয়ে উঠে প্রেমময় সহসা ।।


প্রেমহীন, পতিত, খাঁ-খাঁ চিত্তে
জীবনের ছোঁয়া লাগে নির্জীব বৃত্তে—
পুলকিত হয় রোজ ওই মুখ ভাবনা
ফুলে ফুলে সুরভিত স্বপ্নের আঙিনা ।।