ষোলই ডিসেম্বর ! স্বাধীন একটি পতাকা অর্জনে -
সাড়ে সাত কোটি নিপীড়িতের, অধিকার সন্ধানে -
উৎসর্গ করেছিল জাতি, ত্রিশ লক্ষ প্রাণ !
হৃদয়ে ভাস্বর, চির-অমলিন, সেই আত্ম-বলিদান ।


শোষকের রাইফেল, চেয়েছিল নিতে কেড়ে -
মায়ের ভাষা ! চেয়েছিল কন্ঠ, রোধ করিবার !
কিভাবে অধিকার ছিনিয়ে আনতে হয় -
শিখিয়েছে সালাম, রফিক, জব্বার ।


বায়ান্নের রক্ত-ধারায় ! মায়ের ভাষা অর্জনের পথে -
চুয়ান্নের বিজয়! ষাটের ছয় দফা ! ঊনসত্তরের গণ অভ্যূত্থান !
নির্যাতিতের স্বাধীকার আদায়ের ব্রতে –
পেলাম রক্তাক্ত একাত্তর !  আমাদের মুক্তির সন্ধান !


অধিকার অর্জনে উন্মত্ত জাতি! উন্মাতাল রাজপথ !
বারবার হুংকারে উঠলো কেঁপে, শোষকের মসনদ ।
পঁচিশ মার্চ কালোরাত্রি, মুর্হুমুহু গুলি, লুটালো শত-প্রাণ
অকাতরে জীবন নিলো ছিনিয়ে, ঘাতকের স্টেনগান।


ঘোষিত হলো বজ্রস্বরে বাংলার স্বাধীনতা -
দিকে দিকে পড়লো ছড়িয়ে, সংগ্রামের বার্তা।
একটি স্বন থেকে লক্ষ অনুরণন !
রক্তে শিহরণ ! হৃদয়ে বিদ্রোহের স্পন্দন !


পদ্মা-মেঘনা-যমুনাস্নাত, বাংলা মায়ের কোল
রক্ত গঙ্গায় প্লাবিত হলো, জননীর আঁচল ।
ভাই হারালো বোন, পিতা হারালো সন্তান -
লাখো শহীদের আত্মদানে, পেলাম বিজয় নিশান ।


নুর মোহাম্মদ, আব্দুর রউফ, মতিউর রহমান -
রুহুল আমিন, মোস্তফা কামাল, জাহাঙ্গীর, হামিদুর রহমান
সালাম জানাই, লক্ষ কোটি, সকল মহৎ প্রাণে -
স্বাধীন পতাকা পেলাম যাদের, আত্ম-বলিদানে ।


ছিচল্লিশ বছর পরে এসে, প্রাণের অনুনয় -
প্রতিষ্ঠিত হোক স্বাধিকার, স্বার্থক হোক বাংলার অভ্যূদয় !