রঞ্জনরশ্মি, তেজষ্ক্রীয়তা, তাপ বিকিরণ -
তপন থেকে মুখ ফিরানোর অন্যতম কারণ।


স্নিগ্ধ, কোমল, জোছনাময়ী, অপ্সরা কোন রাত
সবাই মিলে ভেবে পেলো, কারণ কেবল চাঁদ।


রূপ লাবণ্যে ঈর্ষণীয়, চাঁদের হলো শখ -
নতুন করে, আলোয় ভরা গড়বে এক জগত।


তাহার তালে তাল মেলালো যত ধুমকেতু -
খুশিতে আজ আত্মহারা উল্কা - গ্রহাণু।


জোটবদ্ধ হয়ে সবাই, বদল করলো পথ -
স্বপ্নে বিভোর, গড়তে তারা নতুন এক জগৎ।


পথ বদলে পরস্পরের মহাকর্ষ শেষ -
আঁধার কালোর পথে হলো, সবাই নিরূদ্দেশ।