স্তব্ধ জণান্তিকের বাধ‍্যত মৌনতায় বুঝি ভাবো ;
এ ভাবেই  বাসি ক'রে  নষ্ট করা যায় প্রায়শই
প্রথম প্রণয় ,ভেবেছো মৌনতায় ডেকেছো তুমিই
তোমার পৃথিবী ;জেনো সেও এক ঞ্জানগত দৈব ।


প্রাত‍্যহিক তন্ময়তায় স্মৃতির অনুপ্রবেশ নয় ,
তুমি ভেবেছো -এ তোমার জয় ; কক্ষনো নয়,
আঘাতেও খুঁজি প্রণয় ;ক্ষত চিহ্ন আমার বিজয়,
বিগত বিশ্রম্ভ-আলাপ নিঃসঙ্গ, তবু শূন্য  নয় ।


ক্রন্দসী লাবণ্যে  অরুন্ধতী  জেনো সত‍্য; -অনুরক্ত
তাই একান্ত  সত্ত্বায়  স্নায়ুতে  জ্বালি  বিতত  স্বপ্ন ; -
অনুষ্ণ,-কেন তুমি ভাবো এ শুধু  বাধ‍্যত দৈন‍্য;জেনো
মূলত খুঁজিনি লভ্যাংশ; -প্রেমের প্রকৃতি অবিভক্ত ।


আজ হৃদয়ের অনেক খানির হয়েগেছে ক্ষয়,
কাকের বাসায় ভর-দুপুরে আমার গল্প হয় ।