তোমার মৃত্যুতে ল্যান্সডাউন রোডও কেপে ওঠেনাই,সব
কুয়াশার সব অন্ধকার এক বিন্দু ঘাম হয়ে জমে ছিল
শুধু তোমার বুকের ভেতর ম্রিয়মান নিশ্বাসে, তবু সকল
আত্মজ মুগ্ধতা এঁকে ছিল যেই চোখ সেইখানে সেই সব
শেয়ালের হৃদয়ের সকল প্রহেলিকার স্তম্ভন প্রস্তাব
জেগে ছিল শেষ অক্ষরে আর প্রকম্পিত দুঠোঁটে জেগে ছিল
সব মৃত প্রেমিকের শেষ কথা;ভুল স্বপ্ন, ভুল স্মৃতি,ভুল
ভালোবাসার ঐ সকল চিন্তা শূন্য মনে হলে পর,সজীব


রক্তের স্বাদ দিতে প্রগাঢ় অভিমানে চেনা রমনীর মতো
আঁধারের মৃত হাত ভালোবেসে গিয়েছিল তবু একা একা
রাস বিহারী মোড়ের ট্রাম লাইন ধরে রবাহুতের মতো
সে সব ঢের দিনের কথা, ঢের দিনের তবু তোমার আঁকা
চেতনার আকাশে আমার নিঃশ্বাসের হাওয়া যেনস্মৃতহাস্যে
জীবন খেলা ক'রে গেছে শুধু তোমার মাথার ভেতর একা।