জন্ম জন্মান্তর
যে প্রশ্ন খুঁজে ফেরে উত্তর
মাথার ভিতরে ;
কিম্বা -
হৃদয়ে, যেইখানে খেলা করে
রক্তের স্রোত জন্ম জন্মান্তর ।
মাথার ভিতর;
তাই জ্বলে দিই
দুটি কুশপুত্তলিকা
একটি প্লেটো তোমার
অপরটি ইপিকুরাশের ।
তারপর,
তারপর -
মাথার সকল স্নায়ু ছিঁড়ে,
হৃদয় পুড়িয়ে
নিজেকে নির্বাসিত করি;
ব‍্যর্থ হয়ে ফিরে আসি ;
হৃদয় উপচানো ঘাটে ;
স্নান করি;
শূন্য মনে হয়,
শূন্য মনে হয় -
সকাল চিন্তার সঙ্গতি ;
শুধু জেগে থাকে হৃদয়ের স্রোত
তারপর;
তারপর স্নিগ্ধ চুম্বনে,
প্রেম দিয়ে যায় স্বাক্ষর;
প্রেমের প্রকৃতি অবিভক্ত;
দেহের সাথে মন সম্পৃক্ত ।