ওহে রমণী! প্রেমে পড়েছি আমি
দেখে তোমারি ধরাশয়ী বেণী।
মুখে তোমার মুচকি হাসি মাথায় কালো কেশ
হরিণী সদৃশ দুচোখ তোমার আঘাত করেছে বেশ।
তোমার আড় চোখের ঐ অবলোকন মুগ্ধ করেছে আমারি মন
স্বপ্নঘোরের প্রতিবিম্বন আমি হবো তোমারি আপন।
চন্দ্রিমার ঐ কিরণ পেয়ে আলোকিত হয় রজনী
আমার জীবন হবে রঙিন যদি হও প্রেয়সী তুমি।
কবিতার ওই ছন্দ লিখবো সাথে থাকবে বাণী
নিয়ে আসবে হস্ত ধরে কফির পেয়ালাখানি।
পেয়ালার ওই প্রান্ত হাতে চুমুক দিবে তুমি তাতে আমার চুমুক হবে সেথায় তোমার চুমুক ছিল যেথায়।
আনমনা ভাবী একা কবে পাবো তোমার দেখা,
তোমায় আমি ভালোবাসি; তুমি তো আমার স্বপ্নে দেখা প্রেয়সী।