ভোরের পাখি শিকল বাঁধা
হবে কেন তোর?
মুক্তমনা পাখি রে তুই
করবে না কেউ জোর।
মুনিব যতো হোক না রে তোর
দয়ার মহা সাগর!
মন্দে ছিলি শিকল বাঁধা
হয় নি দেখা নগর।
মুক্তমনা পাখি রে তুই
থাকিস মহা সুখে!
আদর করা মুনিব যে তোর
রইবে এখন দুঃখে।
দুঃখে থাকা উচিত কথা
আমিও দি সায়!
মুনিব ছিলি ভালো কথা
পাখি কেন শিকল বাঁধা রয়?
পুণ্যের কাজ গত হলো
দেখ না এখন চেয়ে!
তোর সে পাখি উড়ছে সুখে
দেখবি নাকি যেয়ে?
খুঁজিস না তুই এমন পাখি
ধৈর্য্য হারা হয় যে সাথী!
খুলে দে তার শিকল বাঁধা
হোক সে এখন মুক্ত পাখি।