জ্যৈষ্ঠ গেল আষাঢ় এলো
ঝড়-বাদল শুরু হলো
শ্রাবণ মাসের ঝড় তুফান
বর্ষা ঋতু তারই নাম।


নতুন বারির আসাতে
ব্যাঙ ডাকছে পুকুর ঘাটে
দুষ্ট ছেলে দেখ তাকে
ঢিল ছুড়ছে মন খুশিতে।


চলছে মানুষ নানান দলে
খেত-খামারে' কৃষক বলে
ভাটিয়ালি গানের তালে
ধান পুঁতেছে কাদা জলে।


জাল হাতে ঐ জেলে যায়
বাড়ি তাহার মিয়ার গাঁয়
মাছ ধরবে থলে ভরে
খাল-বিল আর নদীর জলে।


মাঠের 'পারে রাখাল ছেলে
পাল বেঁধে তার পশু চলে
গাছ তলাতে মন খুলে
বাজবে বাঁশি সুর তোলে।