সার্ভার নেটওয়ার্ক_
ইহা একটি সোনার হরিণ সোনায় তাহা ভর্তি
কচ্চপের গতিতে চলে ইহা দুর্গম পথের এক অদৃশ্য যাত্রী।


আমরা যতই তাহার সান্নিধ্য পেতে চাই_
দূর থেকেই শুনি কাজ চলতেছে সার্ভার বাবাজির
তাহার সান্নিধ্য তবুও নাহি পাই।


কত আর বলিবো গ্রাহককে একটু বসুন ভাই!
সার্ভার তো ডাউন আছে কাজ হবে না আজ তাই।


রাগ করিয়া ভেলছি কাটে তাকাতে পারি না আর!
তফসি জপি বসিয়া মোরা মোবাইল টিপে তারা যার যার।


ওহে স্যার! হেড অফিসের কর্ণধার একটু দেখবেন প্লিজ
এজেন্ট শাখায় বিপদে আছি মোরা হয়ে আছি খিঁচ।


কবে পাবো স্বস্তি মোরা কবে পাবে সার্ভার তার শক্তি?
কবে পাবো শান্তি মোরা আর কবে করবে গ্রাহক ভক্তি?


এজেন্ট শাখায় অশান্তিতে মোরা কবে যে পাবো পাউন
এখনো বসে আছি টাকা নিয়ে হাতে সার্ভার যে ডাউন।