আমি মুসলিম!
তাইতো করতে পারছি না পালন আজকের দিন।


বের হবো না ঘর থেকে করবো না আজ উল্লাস
মুসলিম হয়েও কেন তুই আকাশের বুকে আগুন জ্বালাস?


যদি করি পালন আজকের রাতে রমক ভন!
বিজাতির সাথে সাদৃশ্য হবে অবলম্বন।


কেন আমি হবো তাদের দলভুক্তে গণ্য?
হাদিসে যাহা হারাম তাহা কি করবো না মান্য?


ওহে মুসলিম!
লুটে যাচ্ছো কেন আজকের এই দিনে?
তুমি যার উম্মত নিষেধ তাহার থেকো না তো ঋণে।


অযথা তুমি আজকের দিনে করিবে যাহা খরচ
হিসেব করে দেখো রয়েছে তাতে তোমার বাবার কষ্টের পরশ।


তাই তো বলি ভাই! আজকে তাই করিও না পয়সা নষ্ট
তোমার-আমার বিনোদনে মদিনার ফুল পাবেন যে কষ্ট।


কষ্টের টাকা নষ্ট করিয়া কি আর লাভ হবে?
গরিবকে করো দান যাহা আছে সাধ্য মান চিরকাল তা রবে।


আসো করি পণ করবো না পালন আজকের রাত
বিজাতি যার নাম দিয়েছে থার্টিফার্স্ট নাইট।