যাদের ত্যাগে আজকের দিন
দেখেছি মোরা দুই চোখে
স্বরণ করি অকুতভয় তোমাদের
সোনার বাংলার সুখে-দুঃখে।


তোমরাই গৌরব তোমরাই শক্তি
ছিলে সোনার এই বাংলায়
শহীদ হয়েছো তোমরা ওগো
একাত্তরের নৃশংস হামলায়।


বিজয়ের একান্ন বছর
করেছি মোরা আজ পালন
রক্তের দাগ মুছেনি আজও
হৃদয়ে করেছি তাহা লালন।


করেছো তোমরা মুক্তিযুদ্ধ
বাচাঁতে লাখো জনতা
তবুও কেন আজ শিকল বাধাঁ
মানুষের মাঝে নেই কেন মমতা?


সোনার বাংলায় নেই কেন আজ
সবার ঘরে হাসি আর আনন্দ?
নির্দোষ মনুজও আজ বন্ধি এই ভবে
বিজয়ের হর্ষ পেতো যে তবুও কেন সে মন্দ?


পাই নি মোরা আজ বিজয়ের পুলক
একাত্তরে তোমরা করেছো যাহা অর্জন
মনের দুঃখে চাপা কান্না বহে যায়
তবুও করেছি আজ বিজয় উদযাপন।