রক্ত দিয়েই কেনা মোদের স্বাধীনতার গান;
স্বাধীন দেশে পরাধীন আর হাওয়া স্রোতের টান।
চাই না ওসব কোন দিনই, তবু এমন হয়
চলায় বলায় সব পরাধীন, এটা কেমন জয়!


ছুটির দিনে কর্মে তাড়া পাই না মনে সুখ
যায় না বলা যায় না সহা, মনেই চাপা দুখ।
ধর্মে ব্যাথা কর্মে আঘাত, নীতি কথা মুখে
বোঝা দিয়ে অপর গাড়ে, নিজে মহা সুখে।


স্বাধীন দেশে চাই না এসব, চাই যে পরিত্রাণ
স্বাধীনতা বড়ই মহান অটুট থাকুক মান।