সাদা ক্যানভাসে রঙ ছোঁয়াতে আগেই জানতাম,
যদিও সেটা ছিল নিছক আঁকিবুকি।
তুমি এলে,
তোমার রঙ মিশিয়ে দিলেম ক্যানভাসে,
দারুন রঙিন হয়ে উঠলো,
রঙ তুলি তার প্রাণ ফিরে পেলো।


আকাশে শঙ্খচিল দেখেছি বহুবার
কখনও আঁকতে পারিনি,
প্রতিবার গুলিয়ে ফেলতাম।
তুমি এলে,
শঙ্খচিল গুলো আকাশের বুকে ডানা মেলে ধরলো,ক্যানভাসে
ছবিটি ও প্রাণ ফিরে পেলো।


কুয়াশা সিক্ত শিউলি ফুল দেখেছি অনেক,
কিন্তু কখনও গাঁথতে পারিনি কবিতায়,
তুমি এলে,
ভালোবাসার সুতোয় গেঁথে নিলে শিউলি ফুল গুলো।
কবিতা ও তার প্রাণ ফিরে পেলো।


তুমি এলে, আমার জীবনে
এক মহা সিন্ধু সুখ সঙ্গী করে,
আমি ছিলাম অন্তঃসারশূন্য যুবক,
তুমি এলে, আমার জীবনে
আমার তৃষ্ণার্ত হৃদয়ে ভালোবাসায় পূর্ণ করে।
তুমি এলে....