বাঙ্গালির প্রাণে প্রাণে
জাগলো সাড়া গানে গানে,
বৃক্ষরাজি সাজলো রঙে
বনতল পাখির ডাকে।
ঢোল আর ঢাকের তালে
বৈশাখ এল ঘরে ঘরে,
শুভ বার্তা আনল বয়ে
বৈশাখী ঝড় ঝড়ো বেগে।
পান্তা ভাত আর ইলিশ মাছে
ধুম পড়েছে ঘরে ঘরে,
মেলায় মেলায় নর নারী
সাজলো সবাই ধুলোর রঙে।
নানা রকম মিষ্টি মিঠাই
জিভে জল আনলরে ভাই,
তালপাখাটার শীতল হাওয়ায়
জুড়ায় যে প্রাণ পরম মায়ায়।