তুমি যখন আসলে,দুটি পা মাটিতে রেখে
পূঁজোর ডালাখানি হাতে দাড়ালে অদুরে,
মুখ ভার করা আকাশটাও পারেনি
তখন তার লোভ সামলাতে, অঝোড়ে
ঝড়ে পড়ল তোমার গায়,
তোমার সারা শরীর ভিজিয়ে
ছুয়ে দিল তোমায় প্রাণ ভরে।
লাল পেড়ে সাদা শাড়ি ভিজে নূয়ে গেল,
সিঁথীর সিদুঁর ধুয়ে তোমার ফর্সা কপাল
লাল করে দিল, কী অপূর্ব লাগছিলো তোমায় !
আমি চেয়ে চেয়ে দেখছিলাম অপলক চোখে
পৃথিবী যেন থমকে দাড়িয়েছিল,
আর তুমি দাড়িয়েছিলে একা,
তোমার সামনে দাঁড়ানো আমায় দেখে
মিষ্টি হাসি দিয়েছলে,যা দেখে বিদ্যুৎ
চমকে গিয়েছিল আকাশের এপাশ থেকে ওপাশে।
তোমার সেই ভূবন মোহিনী হাসির
চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নেই।
তুমি পাশে আছ তাই
আমি আজ কানায় কানায় পূর্ণ।