তোমায় দেখে থমকে দাঁড়ায়
বৈশখী ঝড় অস্থিরতায়,
যেন ফাগুন এল দক্ষিণ হাওয়ায়।
মন আমার বল আমায়
একি প্রেম বল আমায়।  
তোমায় পেতে রাস্তা হাড়ায়
এক বেদুঈন মরুর মায়ায়,
যেন সাগর এসে হাতটা বাড়ায়।
তোমার নামে তারায় তারায়
রাতের আকাশ আলো ছড়ায়,
যেন লাজে মরে চাঁদ টা লুকায়।
মন আমার বল আমায়
একি প্রেম বল আমায়।
তোমায় দেখে শান্তি ছড়ায়
তপ্ত দুপুর শীতল হাওয়ায়,
যেন বৃষ্টি এল অঝোড় ধারায়।
তোমায় ছুয়ে দেবার আশায়
প্রজাপতি ব্যস্ত সদায়,
যেন রঙ নিতে চায় রঙ্গিন পাখায়।
মন আমার বল আমায়
একি প্রেম বল আমায়।