রঙ্গে আর ঢঙ্গে রাঙ্গিয়ে দাও সবে,
পাপ আর তাপ যত ধুয়ে দাও মুছে।
খুশির বন্যায় সবই ভাসিয়ে দাও আজি,
এ ধরাধাম প্রভু পুণ্যে দাও সাজি।
গান হয়ে পাখির কন্ঠে মধুর সূরে বাজো,
দখিনা বাতাস হয়ে শান্তি বয়ে আন।
পথভ্রষ্ট পথিক মোরা পথের দাও দিশা,
মিলেমিশে থাকি যেন ভাই ভাই মোরা।
রাজপথে যেন আর না ঝরে প্রাণ,
ভাঙ্গে না যেন প্রভু নাড়ির টান।
আর যেন কাঁদেনা মা গগন বিদারি,
জোড় হাতে ভিখ মাগি আমি ভিখাড়ি।