পাগলিটা আজ রাগ করেছে
কানে ধরেছি বহুবার,
তবু যে তার রাগ কমেনা
এখন কি হবে আমার?
ফর্সা দুটি গাল ফুলিয়ে
দিয়েছে আড়ি আমার সাথে,
এখন আবার কান্না জুড়েছে
চোখের কোণে জল জমেছে।
লক্ষ্মি সোনা আর কাঁদে না
এমন কাজ আর হবেনা,
তুমি ডাকলে আমি হাজির
থাক না দন্ড যতই কাজীর।
তুমি বললে জোঁৎস্না হব
চাঁদের কোমল পরশ দেব,
তুমি বললে হাজার তারা
আকাশ হতে এনে দেব।
এবার একটু মুখটি তোল
মিষ্টি করে একটু হাস,
তুমি হাসলে চাঁদটা লুকায়
লজ্জা পেয়ে মেঘের কোণে,
তুমি হাসলে মুক্তো ঝড়ে
সুখের বৃষ্টি পড়ে ঝড়ে।