তোমার কিশোরী অঙ্গে আলুথালু ঢঙ্গে
শাড়ী পড়ে, লজ্জা রাঙা হাসি দিয়ে
যখন আমার সামনে নিজেকে জাহির করলে,
আমি তখন হা করে তাকিয়ে ছিলাম বিষ্ময়ে।
এত সুন্দর কি করে হয় মানুষ!
নাকি আমার সামনে একটি রুপকথার
রাজকন্যা দাড়িয়ে ইশারায় ডাকছে কাছে।
ঘোর কাটার পর ভাবছিলাম, এক চিমটি একটি মেয়ে
কি করে বৈশাখী হাওয়ার মত এসে
আমার মনের ভিতর সব ওলটপালট করে দিয়ে গেল!