সাত পাঁচ তেরো
কতই আরো শিখবো?
গোঁজা মিলের হিসাব
কত আর দেখবো?
আমাদের রাজ্যে প্রজাদের কাজে
রাজা সাতে না পাঁচে?
রাজায় রাজায় খেলা হলে
দু চারটে সৈন্য মরে,
তাই বলে রাজ কার্যে
কখনো কি ছেদ পড়ে?
ছেলের হাতের একটা কলম
নাহয় একটু ভেঙ্গেই গেছে,
সেটা নিয়ে রাজার দ্বারে
ধরনা দেয়ার কি আছে?
রাজা এখন আরাম করে
মামলার নাকি তদন্ত চলে।
এ তদন্ত ফুরাবার নয়
খেলাটাও ওদের ফাইনাল নয়।
আরো কত ভাঙবে কলম
মরবে সৈন্য দলে দলে,
সিংহাসনে ভালই আরাম
রাজ্য এখন সুখেই আছে।