কোথায় গেলি মুক্তিবাহিনী কোথায় নকশাল
একটুখানি রক্ত আমার কলমে এসে ঢাল,
ঝাকড়া চুলের বিদ্রোহী তুই কোথায় গেলিরে
স্বপ্নে এসে কিছু বাণী আমায় শিখিয়ে দে,
কান্না ভুলে দ্রোহের বাণী অনর্গল লিখব আমি
গলা ছেড়ে গাইব আজি “শিকল পরা ছল”।