আসমানের গায়ে তারার চাদর
আর চাঁদ গেছে মামা বাড়ি,
ঝোপের আড়াল থেকে একটা
তারা এসে বলল “ভালবাসি”।
সে কি এতো তারা নয়
এ যে জোনাকি !
এই শোনো যেয়োনা, কথা আছে,
আরে লজ্জা কিসের,
আমি তো তোমাদেরই গাঁয়ের ছেলে,
ওপাড়ায় থাকি।
যাবে আমার সাথে,
আমার বাবুই পাখির কুঁড়ে ঘরে?
ঘরখানা আমার অন্ধকার
তুমি আলো দেবে?
দক্ষিণ পানের জানলা খুলে
মৃদু হাওয়ায় দোল খেতে খেতে
সারারাত গল্প করব,
তুমি যাবে আমার সাথে
আমার কুঁড়ে ঘরে?
তুমি চাইলে গান শোনাব
বাজার থেকে দু-পয়সার মুরকি এনেছি
তুমি চাইলে সেটাও দেবো,
খাচায় পোষা মন আমার
সেটাতো দিয়েই দিয়েছি।
তুমি যাবে আমার সাথে
আমার বাবুই পাখির কুঁড়ে ঘরে?